দাউদকান্দি প্রতিনিধি: গ্রামটিতে পরিবারের সংখ্যা ২৮৫। হিন্দুপ্রধান এই গ্রামে বসবাসরত পরিবারগুলোর মধ্যে ৩০টি জেলে, ২০টি নট্ট (নাচ-গান-অভিনয়সহ বিভিন্ন শিল্পমাধ্যমে জড়িত), ১৯টি নৌকার কারিগর, ১১টি কামার, আটটি শীল, সাতটি ধোপা পরিবার উল্লেখযোগ্য। এত বিচিত্র পেশার মানুষের বাস হলেও নৌকার কারিগর পরিবারগুলোর কারণে গ্রামটি পরিচিতি পেয়েছে ‘নৌকাগ্রাম’ হিসেবে। দাউদকান্দি উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার পূর্ব-দক্ষিণের গ্রামটির নাম চাঁপাতলী। এই গ্রামের কারিগরদের বানানো নৌকাই হয়ে উঠেছে এখানকার অধিকাংশ মানুষের প্রাত্যহিক কাজের প্রধান বাহন। আর দশটা গ্রামের মতো এই গ্রামেও আধুনিকতার ছোঁয়া লেগেছে বহু আগে। রাস্তাঘাটের উন্নতি হয়েছে। তবু মেঘনা, গোমতী, তিতাস, কালাডুমুর, খিরাই, ধনাগোদা ও কাঠালিয়া এই সপ্ত নদীবিধৌত দাউদকান্দিতে নৌকার ব্যাপক চাহিদা। মৎস্য প্রকল্প ও পুকুরগুলোতে মাছের খাবার দিতে, মাছ পরিবহনে, গরু-ছাগল পালনের যাবতীয় কাজে, মাছ ধরতে এবং বিভিন্ন খাল-বিল-জলাশয়ে চলাচলে নৌকার বিকল্প নেই। এ কারণে প্রতিবছর বর্ষা শুরু হলে চাঁপাতলী গ্রামে শুরু হয় নৌকা তৈরির উৎসব। এ বছরও তাই হয়েছে। বর্ষা মৌসু...