প্রচলিত ১০টি কুসংস্কার

১. পরীক্ষা দিতে যাওয়ার পূর্বেডিম খাওয়া যাবে না। তাহলেপরীক্ষায় ডিম (গোল্লা) পাবে।২. নতুন বউকে কোলে করে ঘরেআনতে হবে, আর কোলে নিবেনদুলা ভাই।৩. দোকানের প্রথম কাস্টমারফেরত দিতে নাই।৪. নতুন বউকে শ্বশুর বাড়ীতে নরমস্থানে বসতে দিলে বউয়েরমেজাজ নরম থাকে।৫. বিড়াল মারলে আড়াই কেজিলবণ ‘সদকা’ করতে হয়।৬. ওষুধ খাওয়ার সময় ‘বিসমিল্লাহ’বললে রোগ বেড়ে যায়।৭. জোড়া কলা খেলে জমজসন্তান জন্ম নেয়।৮. রাতে নখ, চুল, দাঁড়ি-গোফইত্যাদি কাটতে নেই।৯. প্রথম সন্তান মারা গেলেপরের সন্তানের কান ফুটো করেদিতে হয়, তাতে সে দীর্ঘহায়াত পায়।১০. ভাই-বোন মিলে মুরগি জবাইকরা যায় না।

Comments

Popular posts from this blog

কুমিল্লার কিছু আঞ্চলিক ভাষা :

চান্দিনা উপজেলার সকল ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান সাহেব ও সচিবদের নাম এবং মোবাইল নাম্বার দেওয়া হইল।

অভিনেত্রী নিপুণ,কুমিল্লার মেয়ে।