হস্তরেখা
সজিব খিরাসার মোহনপুর,চান্দিনা,কুমিল্লা,বাংলাদেশ আধ্যাত্মিক ও জ্যোতিষ চিন্তক হস্তরেখা -- হস্তরেখা বিজ্ঞানকে সামুদ্রিক শাস্ত্রও বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে হাতের গঠন, আঙুলের আকার-প্রকারের পাশাপাশি হাতের রেখার ভিত্তিতে ভবিষ্যত্ বিশ্লেষণ করা হয়। মুখ্য রেখাসমূহ -- এই পদ্ধতিতে হাতের সমস্ত রেখার ব্যাপক এবং সূক্ষ্মতার সঙ্গে অধ্যয়ন করা হয়। কিছু মুখ্য রেখা নিম্নে বর্ণিত-- [ जारी है ] জীবন রেখা -- হস্তরেখা বিজ্ঞান বা সামুদ্রিক শাস্ত্রে জীবন রেখাকে খুবই গুরুত্বপূর্ণ রেখা মনে করা হয়। কারণ এই রেখার দ্বারাই ব্যক্তির আয়ু, সঙ্কট, দুর্ঘটনা, মৃত্যু সম্পর্কে জানা যায়। বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং তর্জনির মধ্যভাগ থেকে বেরিয়ে হাতের নীচের অংশ অর্থাত্ মণিবন্ধ পর্যন্ত বিস্তৃত। সুস্থ রেখা ভালো জীবনের ইঙ্গিত দেয়। কিন্তু ভাঙা, কাটা, অসম্পূর্ণ বা দ্বীপ আছে এমন রেখা ব্যক্তির জীবন সম্পর্কে শুভ সঙ্কেত দেয় না। মস্তিষ্ক রেখা -- জীবন রেখার সঙ্গেই মস্তিষ্ক রেখাও বের হয়। এটি কখনও সোজা বা কখনও নীচের দিকে যায়। কখনও কখনও এই রেখা জীবন রেখার সঙ্গে না-বেরিয়ে একটু ওপরের দিক থেকে বের হয়। এই রেখার সাহায্যে মানসিক ক্ষমতা, বুদ্ধি, যোগ্