Posts

Showing posts from June 25, 2015

প্রবাসী জিবনে ঘটে যাওয়া ঘটনা... পর্ব ২

Image
বিসমিল্লাহির রাহমানির রাহিম ২০১০ এর কোন এক দিন দুবাই থেকে বাই রোডে রওনা দেই ইউরোপের উদ্দেশ্যে। দালালের সাথে কথা বলে দালালের সেইফ রোমে চলে গেলাম  ওখানে গিয়ে দেখি আরো চারজন তারা কেউই আমার পরিচিত না সবাই আমার মতো ইউরোপ যাবে দালাল আমাকে (আলআইন) শহর  থেকে একটা গারিতে তুলে দেয় প্রায় ২ ঘন্টা গাড়ি চলার পর একটা নির্জন জঙ্গলের পাশে আমাদের কে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িটি চলে যায় চারদিকে অনেক পাহাড় আর বন জঙ্গল কুকুরের ঘেউ ঘেউ শব্দ আমার ভয়ে গলা শুকিয়ে গেছে একটু পানি দিয়ে গলাটা ভিজিয়ে নিলাম,বেশী পানি নষ্ট করা যাবেনা কারণ আমার কাছে পানি খুবই সল্প ১লিটার পানি দিয়ে প্রায় দুই দিন চলতে হবে, রাত ১২টার দিকে দালালের কথা মতো হাটতে  শুরু করি সাথে দুইজন পাকিস্তানি দালাল ওদের কাজ আমাদেরকে ভ্রিমি শহরে পুছে দেওয়া,প্রায় ১ঘন্ট সমতল জঙ্গলে হাটার পর আমরা এক বিশাল পাহাড়ের উপরের দিকে উটতে শুরু করি কখনো হেটে কখনো দৌড়ে  প্রায় চারঘন্টা শুধু পাহাড়ের উপরের দিকেই উঠে যাচ্ছি,দৌড়াতে দৌড়াতে  একসময় আমরা খুব ক্লান্ত হয়ে যাই একটু বসার চেষ্টা করি কিন্তু দালাল আমাদেরকে সেই সুযোগ টি দিল না বসতে গেলে ওরা আমা...

প্রবাসী জিবনে ঘটে যাওয়া ঘটনা ... পর্ব ১

Image
বিসমিল্লাহির রাহমানির রাহিম দুবাই থেকে ইউরোপের উদ্দ্যেশ্য করে বাইরোডে পথ চলা। জিবন আর জিবিকা এই দুইটা জিনিসের কারনেই মানুষ মানুষের কাছ থেকে আলাদা হয়ে যায় চলার পথে কত কষ্টই না করতে হয়  সামান্য একটু সুখের আশায়,দুবাইয়ে প্রবাসী জিবনে কিছুটা সময় খুব ভালোই কাটতেছিল,কাজের ফাকে  বন্ধু বান্দবদের নিয়ে খুব ভালই চলছিল ,হটাৎ একদিন আমার মোবাইলে একটা কল আসে নাম্বারটা সঠিক চিনতে পারিনি,সালাম দিয়ে কথা শুরু করি কিছুক্ষণ কথা বলার পর পরিচয় পেলাম উনি আমার গ্রামের বাড়ির নাম শাহাজালাল,গ্রামে সবাই জালাল নামে চিনে, একদিন হটাৎ করে জালাল আমাকে কল করে বললো দুবাই থেকে খুব সহজে ইউরোপে লোক  নিয়ে যায় আমি তোমার চাচার সাথে কথা বলেছি আমরা গেলে উনি আমাদেরকে সাহায্য করবে তুমি যাবে নাকি? আমি তেমন কিছু বুঝে উঠতে পারছিনা আমি কি বলবো যাব কি না ,কিছুক্ষণ চিন্তা করে আমার বড় ভাইকে কল দিলাম আমার ভাই আমার কথায়  অমত করলোনা,আমার উপরে ছেরে দিল ভাইয়া বললেন  তুর খুশি তুই যদি পারছ যা যত টাকা লাগে আমি দিব টাকার চিন্তা করিসনে ,ভাইয়ার কথাতে আমার সাহস বেরে গেল,তারপর আমি চাচির কাছ থেকে চাচার নাম্বার ব্যাবস্থা করে ...