প্রবাসী জিবনে ঘটে যাওয়া ঘটনা... পর্ব ২
বিসমিল্লাহির রাহমানির রাহিম ২০১০ এর কোন এক দিন দুবাই থেকে বাই রোডে রওনা দেই ইউরোপের উদ্দেশ্যে। দালালের সাথে কথা বলে দালালের সেইফ রোমে চলে গেলাম ওখানে গিয়ে দেখি আরো চারজন তারা কেউই আমার পরিচিত না সবাই আমার মতো ইউরোপ যাবে দালাল আমাকে (আলআইন) শহর থেকে একটা গারিতে তুলে দেয় প্রায় ২ ঘন্টা গাড়ি চলার পর একটা নির্জন জঙ্গলের পাশে আমাদের কে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িটি চলে যায় চারদিকে অনেক পাহাড় আর বন জঙ্গল কুকুরের ঘেউ ঘেউ শব্দ আমার ভয়ে গলা শুকিয়ে গেছে একটু পানি দিয়ে গলাটা ভিজিয়ে নিলাম,বেশী পানি নষ্ট করা যাবেনা কারণ আমার কাছে পানি খুবই সল্প ১লিটার পানি দিয়ে প্রায় দুই দিন চলতে হবে, রাত ১২টার দিকে দালালের কথা মতো হাটতে শুরু করি সাথে দুইজন পাকিস্তানি দালাল ওদের কাজ আমাদেরকে ভ্রিমি শহরে পুছে দেওয়া,প্রায় ১ঘন্ট সমতল জঙ্গলে হাটার পর আমরা এক বিশাল পাহাড়ের উপরের দিকে উটতে শুরু করি কখনো হেটে কখনো দৌড়ে প্রায় চারঘন্টা শুধু পাহাড়ের উপরের দিকেই উঠে যাচ্ছি,দৌড়াতে দৌড়াতে একসময় আমরা খুব ক্লান্ত হয়ে যাই একটু বসার চেষ্টা করি কিন্তু দালাল আমাদেরকে সেই সুযোগ টি দিল না বসতে গেলে ওরা আমাদের কে লাথি মারে,কি আর ক