প্রবাসী জিবনের ঘটে যাওয়া ঘটনা
কোন একদিন সার্বিয়া,আর হাঙ্গেরিতে সজিবুল হাসান (সজিব) ইতালির উদ্দেশে গ্রিস থেকে রওয়ানা দিলাম সার্বিয়াতে এক দালাল একটা টেক্সি ভাড়া করে দেয় সাথে আমরা ৬/৭ জন বন্ধু টেক্সি ড্রাইভার হাঙ্গেরি বর্ডার এর কাছে ছেড়ে দিল তখন রাত ১১ টা,বর্ডার ক্রস করে যেতে হলে প্রায় অনেক সময় হাটতে হবে। তখন শিত কাল প্রচন্ড ঠান্ডা তুষার হাওয়া, আমরা সবাই হাটতে শুরু করলাম ছোট এক জঙ্গলে মাঝখান দিয়ে,হাটতে হাটতে প্রায় ৮ ঘন্টা হাটার পর সার্বিয়া বর্ডার ক্রস করে হাঙ্গেরীতে গেলাম তারপর কিছুদূর হাটার পর একটি বাড়ি পেলাম বাড়িতে ২জন লোক ছিলো তাদেরকে জিজ্ঞাস করি বাস ষ্টেশন কোথায় ওরা আমাদেরকে পুলিশ স্টেশনের দিকের রাস্তা দেখিয়ে দেয়্,আর সাথে সাথে পুলিশ কল করে দেয়। আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় হাঙ্গারিতে এক মাস পাচ দিন জেলে থাকার পর,আমাদেরকে সার্বিয়া ডিপোর্ট করে,সার্বিয়া পুলিশের হাতে সার্বিয়া হিটলার জেলে রাখা হয় আমাদেরকে ওখানে আমরা খুব কষ্ট পাই। খাবার,পানি,টয়লেট,ও ঘুমের যায়গা। এখানেও পাচদিন থাকি তারপর আমাদেরকে ছেড়ে দেয়। আমরা বাহিরে গিয়ে একটা মানবাধিকার সংস্থার আশ্রয় পাই ওখানে ৩দিন থাকি ঘুমানোর যায়গা নাই,শুধু অল্প...