কুমিল্লার কোন উপজেলার ছেলেরা পাত্র হিসাবে কেমন।
বিয়ের পাত্র হিসাবে কুমিল্লার কোন উপজেলার ছেলেরা কেমন- শীর্ষক ফিচার। এটি মূলত এডমিনদের উন্মুক্ত মতামতের ভিত্তিতে তৈরী, তাই কাউকে আঘাত করার উদ্দেশ্য নেই। প্রতিবেদনটি এডমিনদের মতামত থেকে সংগৃহ করে ভাষাগত সম্পাদনা করা হয়েছে মাত্র। দাউদকান্দি বিয়ের আগে ছেলেরা অনেক টাংকি মারে। তবে বিয়ের পরে বউয়ের প্রেমে মশগুল থাকে। পরকীয়ার সম্ভাবনা কম। বেশিরভাগই পিতার জমি-জায়গা দেখাশোনা করতে পছন্দ করে। পড়ালেখার হার কম। বাইরের কেউ এখানকার ছেলেকে বিয়ে করলে প্রথম প্রথম মানিয়ে নিতে অনেক কষ্ট হবে। তবে সংসারের প্রতি দায়িত্বশীল। আর এলাকায় প্রচুর মাছ চাষ। এজন্য মাছ নিয়ে ভাবতে হবে না। আর বিয়ের পরে শ্বশুরবাড়ীর সাথে সম্পর্ক ভালো থাকে। কুমিল্লা সদর দক্ষিণ এখানকার ছেলেরা সাধারণত পড়ালেখায় আগ্রহী কম, শুধু জায়গাজমির হিসাব করতে বেশি পছন্দ করে। এক একজন অনেক জায়গার মালিক। জায়গা বিক্রি করে তাদের সব প্রভাব হলো পৈতৃকজমিকে নিয়ে। নিজের কিছু করার ইচ্ছে থাকে না। এখানকার ছেলেরা মারাত্মক রোমান্টিক, কিন্তু পরকীয়াও করে না। ছেলেরা যৌথ পরিবারে থাকতে পছন্দ করে। মানুষ খারাপ না। দেবিদ্বার এখানের ছেলেরা সাদামনের ঠি...