সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা
বাংলাদেশে উচ্চ শিক্ষার বিস্তারে সরকারি উদ্যোগের পাশাপাশি বহু বেসরকারি উদ্যোক্তাও উদ্যোগ গ্রহণ করে আসছেন। বর্তমানে দেশে প্রায় ৯৫ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা পেয়েছে বেসরকারি উদ্যোগেই। তেমনই একটি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কোটবাড়ি, কুমিল্লায় অবস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনুমোদিত বাংলাদেশের ৮০ তম বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০০১ সাল থেকে তৃণমূল পর্যায়ে কারিগরি ও প্রযুক্তি শিক্ষার প্রসারে কাজ করা আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী শিক্ষা ফাউন্ডেশন ২০১৩ সালে উক্ত বিশ্ববিদ্যালয় স্থাপন করার উদ্যোগ নেয়। বাংলাদেশ সরকারের সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এড. আবদুল মতিন খসরু, এম.পি ও সিসিএন শিক্ষা পরিবারের প্রধান নির্বাহী, সিসিএন পলিটেকনিক ও সিসিএন মডেল কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, বিশিষ্ট কমপিউটার বিষয়ক বই লেখক মো. তারিকুল ইসলাম চৌধুরীর যৌথ প্রচেষ্টায় ২০১৪ সালে অনুমোদন পায় সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সিসিএন ইউএসটি। ২০১৪ সালের ৪ঠা সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্যে সদয় অনুমোদন প্রদান করে। এরই ধারাবাহিকতায় ১২ই অক্টোবর শিক্ষা মন্ত্রনালয় এবং ২২এ অক্টোবর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন উক্ত বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্যে পরিপত্র জারি করে। ২০১৫ সালের ১৮ই মে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮টি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি ও পাঠদানের অনুমতি প্রদান করেন। ২০১৬ সালের জানুয়ারী মাসে সিসিএন ইউএসটি তাদের একাডেমিক কার্যক্রম শুরু করে।
২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্তক্রমে বাংলাদেশের বিশিষ্ট গবেষক, লেখক, প্রাবন্ধিক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ড. মাহবুবুল হককে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের চলতি দায়িত্ব প্রদান করা হয়। পাশাপাশি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. একেএম আছাদুজ্জামান কে ট্রেজারারের চলতি দায়িত্ব প্রদান করা হয়।
২০১৭ সালের জুলাই মাসে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয় সমূহের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ব্যাবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. মোশারফ হোসেন কে ৪ বছর মেয়াদের জন্য নিয়োগ প্রদান করেন। পরবর্তীতে ট্রেজারার হিসেবে বিশ্ববিদ্যালয়ের সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক ও কলা অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরীকে নিয়োগ প্রদান করেন। বোর্ড অব ট্রাস্টিজের সিদ্ধান্তক্রমে বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার (চলতি দায়িত্ব) অধ্যাপক ড. একেএম আছাদুজ্জামান কে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের চলতি দায়িত্ব প্রদান করা হয়।
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকেই নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়ের রয়েছে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, মসজিদ, অনলাইন সুবিধাসহ সু-বিশাল লাইব্রেরি, পাহাড়ের চুড়ায় গবেষকদের জন্য রয়েছে গবেষনা কেন্দ্র, ভাষা শহীদ ও মুক্তিযোদ্ধাদের অমর কীর্তি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার জন্য রয়েছে শহীদ মিনার। নিরাপত্তা ব্যবস্থার জন্য রয়েছে প্রায় ৫৪ সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি পর্যাপ্ত দিবা ও নৈশপ্রহরীও রয়েছে। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে বিনামূল্যে পরিবহন ব্যবস্থা।
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম অর্জন, মালোয়েশিয়া ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষর। গত ২২এ সেপ্টেম্বর মালোয়েশিয়া ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলজির প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ প্রফেসর ড. প্রেমকুমার রাজাগোপাল সিসিএন ইউএসটি পরিদর্শন করেন এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাপ্তি, ২০১৭ সালের ২২এ নভেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সিসিএন ইউএসটিতে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি ও পাঠদানের অনুমতি প্রদান করে।
এই মাহেন্দ্রক্ষণে সিসিএন শিক্ষা পরিবার সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
https://www.facebook.com/profile.php?id=100078429072838&mibextid=ZbWKwL
ReplyDelete