জাতীয় দলে অনিয়মিত কুমিল্লার শামসুর।

বাংলাদেশের প্রথম-শ্রেণী এবং লিস্ট এ-এর ক্রিকেটার ।
শামসুর রহমান এর  জন্ম হয় ৫ জুন, ১৯৮৮ সালে কুমিল্লা ।
তিনি ডান হাতি ব্যাটসম্যান এবং ডান হাতি মিডিয়াম পেস বোলার।
শামসুর রহমান প্রথম-শ্রেণীর প্রথম সেঞ্চুরিটি আসে চট্টগ্রামের বিভাগের বিপক্ষে,
এছাড়াও তার ৪টি প্রথম-শ্রেণীর অর্ধ-শতক রয়েছে।
সীমিত ওভারের ম্যাচে জিম্বাবুয়ে 'এ' দলের বিপক্ষে তার ২টি অর্ধ-শতক রয়েছে,
যার মধ্যে একটির সর্বোচ্চ ৬৩।
শামসুর রহমান ২০১৩ বাংলাদেশ প্রিমিয়ার লীগে রংপুর রাইডার্সের হয়ে খেলেন
এবং সাংবাদিকদের ভোটে টুর্নামেন্টের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেন
১২ ম্যাচে ৬টি অর্ধশতকসহ ৪২১ রান করেন।
তারপর ৩১ মার্চ ২০১৩ সালে তার T20 এবং ৩১ অক্টোভর
নিউজিল্যান্ডের বিপক্ষ্যে তার ওডি আই অভিষেক ঘটে।

Comments

Popular posts from this blog

কুমিল্লার কিছু আঞ্চলিক ভাষা :

চান্দিনা উপজেলার সকল ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান সাহেব ও সচিবদের নাম এবং মোবাইল নাম্বার দেওয়া হইল।

অভিনেত্রী নিপুণ,কুমিল্লার মেয়ে।