চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ।
সমতটের রাজধানী খ্যাত, সপ্তম শতাব্দীর বিশ্বনন্দিত নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পন্ডিত শীলভদ্রের (জন্মস্থান) স্মৃতিধন্য আমাদের চান্দিনা। কালে কালে এ পূণ্যভূমিতে জন্মেছেন আরো অনেক গুণী ও মনীষী। রত্নগর্ভা এ মৃত্তিকায় জন্মে আমিও অনেক ধন্য ও গর্বিত। বিংশ শতাব্দীতে সমগ্র বিশ্ব যখন শিক্ষা-জ্ঞান-বিজ্ঞানে চরম উৎকর্ষে তখন হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির পাদপীঠ চান্দিনা তার সোনালি অতীত হারিয়ে অনেকটাই ম্রিয়মান। জন্মভূমির এ ম্রিয়মানতা আমার তরুণবেলাকে ভীষণভাবে নাড়া দিয়েছে। মনে ভেবেছি, একমাত্র শিক্ষাই পারে সব মলিনতা ঝেড়ে আলোকিত চান্দিনা গড়তে। ভাবনা বাস্তবায়নের সুযোগটি আসে ১৯৭৯ সালে। আমি তখন বাংলাদেশ ২য় সংসদের একজন সর্বকনিষ্ঠ সদস্য। জীবন সঙ্গিনী মিসেস মমতাজ আহমেদের আর্থিক সহযোগিতা ও চান্দিনার গণমানুষের উৎসাহ ও উদ্দীপনায় ১৯৮০ সালে চান্দিনার প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠা করি ‘‘চান্দিনা রেদোয়ান আহ্মেদ কলেজ’’। ক্রমে প্রতিষ্ঠানটি ১৯৯২-১৯৯৩ সেশনে স্নাতক পর্যায়ে উন্নিত হয়ে এতদঅঞ্চলের শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রেখে চলেছে।
প্রতিষ্ঠালগ্ন থেকেই স্বপ্ন ছিল প্রতিষ্ঠানটিকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ দেয়ার। ২০১০-১১ শিক্ষাবর্ষে ৩টি বিষয় অনার্স এবং ২০১৩-১৪ শিক্ষবর্ষে ৩টি বিষয়ে স্নাতকোত্তোর কোর্স চালুর মধ্য দিয়ে সে স্বপ্নের পূর্ণতা পায়। বর্তমানে অত্র প্রতিষ্ঠানে ১২টি বিষয়ে অনার্স ও ৪টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। তাছাড়াও বর্তমান শিক্ষাবর্ষে বিবিএ (প্রফেশনাল), সিএস বিষয়ে অনার্স কোর্স অধিভূক্তি প্রক্রিয়াধীন। উক্ত শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক ও স্নাতকো (পাস) পর্যায়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য কলেজের ছাত্রী নিবাস সংলগ্ন মমতাজ আহ্মেদ ভবন, অধ্যক্ষ ও উপাধ্যক্ষের বাসভবন সহ সহশিক্ষা কার্যক্রম পরিচালনা উপযোগী একটি বিশাল ক্যাম্পাস নির্মাণ করা হয়েছে। তাছাড়া মূল ক্যাম্পাসে একটি আধুনিক মানের মসজিদ নির্মাণাধীন অদূর ভবিষ্যতে এ প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়ে আলোকিত চান্দিনা গড়ায় অন্যতম ভূমিকা রাখবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।
প্রতিষ্ঠানটির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, এর সুনাম ছড়িয়ে পড়ুক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গণে।
ড. রেদোয়ান আহমেদ
(সাবেক প্রতিমন্ত্রী)
ফাউন্ডার ও চেয়ারম্যান
Comments
Post a Comment