মুরাদনগরে সিনেমা হলের নামেচলছে রমরমা দেহ ব্যবসা
কুমিল্লা মুরাদনগর উপজেলার নবীপুর
পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজারে
অবস্থিত পূর্নিমা
সিনেমা হলটি এখন পতিতালয়ের আখড়ায়
পরিনত হওয়ার
অভিযোগ পাওয়া গেছে। সিনেমা হলের
নামে চলছে সুন্দরী
যুবতিদের দিয়ে দেহ ব্যবসা। এটি এলাকায়
ওপেন সিক্রেট
হলেও মোটা অংকের মাসিক মাসোয়ারা
নিয়ে যাচ্ছে
স্থানীয় প্রশাসনের কিছু দুনীতিবাজ ব্যক্তি।
অনৈতিক ও
অসমাজিক কর্মকান্ডের কারনে এ নিয়ে
এলাকার
সর্বসাধারনদের মধ্যে ক্ষোভ ও বিরোপ
প্রতিক্রিয়া সৃষ্টি
হয়েছে।
নির্ভরযোগ্য তথ্যে জানা যায়, বাইরে থেকে
ভিতরে
পরিবেশ অনুমান খুবই কঠিন। ভিতরে প্রবেশ
করলেই চোখেঁ পড়বে
ছোট ছোট অনেক গুলো কক্ষ । অর্থচ এর মধ্যে
চলছে ভয়ঙ্কর
অনৈতিক কর্মকান্ডের চিত্র। বাহিরের
দিকটায় পর্দা
টানিয়ে ভিতরে ঢুকলেই দেখা মিলবে স্কুল ও
কলেজ পড়–য়া
সুন্দরী যুবতিদের আনা গোনা।স্কুল-কলেজের
উঠতি বয়সী
ছেলেরাসহ যুব-সমাজের একটি বড় অংশ এদের
খদ্দর। পূর্নিমা
সিনেমা হলটি স্থাপনের পর থেকে ললনাদের
পতিতালয়ের
অবায়ারন্ন তৈরী করে রমরমা ব্যবসা
চালিয়ে যাচ্ছে হল
কর্তৃপক্ষ। প্রতিদিন সকাল ৯ টা থেকে রাত
১২টা পর্যন্ত
বিনোদনের কথা থাকলেও দিন রাত অবাদেই
চলছে ললনাদের
দেহ ব্যবসা। অভিযোগ পাওয়া যায় এ হলটির
মাটির নিচে ও
দু’তলায় ছোট আকারের বেশ কয়েকটি রুম
তৈরী করে দেহ ব্যবসা
পরিচালনা করে। এ সমস্থ অসামাজিক কাজে
সম্পৃক্ত হওয়ায় যুব
সমাজের মধ্যে চুরি, ডাকাতি, ছিনতাই ও
চাঁদাবাজি বেড়ে
যাচ্ছে। এতে স্থানীয় অভিবাবকরা তাদের
সন্তানদের নিয়ে
সংকিত রয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বেশ
কয়েকজন ব্যবসায়ীরা
জানান, এ পতিতা ব্যবসায়ী পূর্নিমা সিনেমা
হলের মালিক
শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে তার ঘনিষ্ঠ
সহযোগী কামাল ও
শাহজাহান পরিচালনা করে যাচ্ছে। আরো
অভিযোগ করে
বলেন, কেহ এই অবৈধ কাজের ব্যাপারে মুখ
খোলার সাহস
পায়না। কেহ কোন প্রকার প্রতিবাদ করলে
তাদেরকে মারধর,
মামলা ও হত্যার হুমকি প্রদান করে ।
অভিশপ্ত জীবন থেকে রক্ষা পাওয়ার জন্য
উর্ধতন কর্মকর্তাদের
দৃষ্টি কামনা করে, পতিতা ব্যবসার সাথে
জরিততের বিরুদ্ধে
প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহনের দাবী জানান
এলাকাবাসী।
পূর্নিমা সিনেমা হলের মালিক শহীদুল ইসলাম
শহীদ দেহ
ব্যবসার কথা অস্বীকার করে বলেন, সিনেমা
হল এখানে ছেলে-
মেয়েরা আসে ছবি দেখতে।
এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি)
মিজানুর রহমান বলেন, এ বিষয়টির সম্পর্কে
আমরা অবহিত নয়।
বিষয়টি এখন আমরা দেখব।-সূত্র-আমাদের
কুমিল্লা
hi
ReplyDelete