মেয়েদের প্রোফাইল পিক কেমন হওয়া উচিত

প্রোফাইল পিক
--
✎বর্তমানে অনেক আপুদের প্রোফাইলে
পিক দেখা যায়,
(রিয়েল আইডির কথা বলছি)
বিভিন্ন স্টাইলে, সেলফি, নানা
অঙ্গভঙ্গি করে পিক
আপলোড করতে দেখা যায়।
আর সেই সকল পিকে ছেলেদের লুতুপুতু
কমেন্টের কথা
কারো অজানা নয়।
--
✎অনেক আপুই আছেন যারা বাহিরে
সবার নজর এড়ানোর
জন্য হিজাব ব্যাবহার করেন, কিন্তু
আপনাদের
প্রোফাইল পিকগুলোতে হিজাব নেই
কেন?
ফেবুতে কি সবাই ভালো? ওরা কি
আপনার পিক দেখে
আজেবাজে কমেন্ট করছে না? ইনবক্সে
বিরক্ত করছে
না? যদি তাই না হয় দিন দিন আপনার
ব্লক লিস্টে
মেম্বার বাড়ছে কেন?
--
✎আবার অনেক আপুরাই ফেবুতে
সেলেব্রিটি হওয়ার
জন্য, বেশি বেশি লাইক/কমেন্ট
পাওয়ার জন্য পিক
আপলোড করেন ( কারো অন্য উদ্দেশ্যও
থাকতে পারে)
যাই হোক ফেবুতে সেলেব্রিটি হয়ে
কি লাভ? এই
ভার্চুয়াল সেলেব্রিটি হওয়ার মানে
কি?
--
✎অনেকেই প্রশ্ন করতে পারেন কে
কেমন পিক আপলোড
করল, কার পিকে কতগুলা লাইক/কমেন্ট
পড়ল তা নিয়ে
আপনার মাথা ব্যাথা কেন? যার যার
আইডি, যার যার
পার্সোনাল ব্যাপার।
আমার কোন মাথা ব্যাথা নেই কিন্তু
পরবর্তীতে তারাই
বিপদে পড়েন।
কেমন বিপদ?
--
✎খারাপ লোক যেমন আমাদের সমাজে
আছে, তেমনি
ফেবুতেও আছে, ওরা আপনার পিকগুলো
আপনার
অগোচরে ডাউনলোড করে খারাপ
খারাপ পেজে ছড়িয়ে
দিচ্ছে, অনেকেই আবার ফটোশপ করে
পিক এডিট করে
ব্লেকমেইল করছে।
--
✎কিছুদিন আগে একটা নিউজ পড়লাম,
ইন্ডিয়াতে এক
মেয়ের পিক এডিট করে বিভিন্ন
খারাপ পেজে ছড়িয়ে
দেয়ার কারনে মেয়েটি না পেরে
আত্মহত্যা করেছে ।
--
✎আমার এক ফ্রেন্ডের পিকে বাজে
কমেন্ট করার
কারনে সে ছেলেটিকে ব্লক করে,
পরবর্তীতে ছেলেটি
একটা ফেক আইডি থেকে ওকে হুমকি
দেয়।
এরকম আরও হাজারো ঘটনার কথা বলে
শেষ করা যাবে
না, সবকিছুর পিছনে একটাই কারণ,
আপনার প্রোফাইল
পিক।
--
✔ভালো,ভদ্র মেয়েরা ফেবুর মত
পাবলিক সাইটে
নিজের পিক দেয়না, তার বদলে ডল/ফুল/
ইত্যাদি পিক
দেয়।
--
✎অনেক আপুরা বলতে পারেন, অনেকেই
ফেক আইডি মনে
করে তাই পিক দেই।
কিন্তু কি দরকার ফেবুতে পিক দেয়ার?
যে যা মনে
করার করুক না, কেউ ফেক বললেই কি
আপনি ফেক হয়ে
যাবেন? মনে রাখবেন এটা ভার্চুয়াল
এখানে এসবের
মূল্য নেই, ক্ষতি ছাড়া।
পিক আপলোড করে পরবর্তীতে বিপদে
তো আপনিই
পড়েন, তখন কি কেউ আসে আপনাকে
সাহায্য করার
জন্য?
--
✔ পরিশেষঃ ফেবুতে পিক আপলোড
করা থেকে বিরত
থাকুন, শান্তিতে থাকুন। ✔
--
✔বিঃদ্রঃ পোস্ট কাউকে জ্ঞান
দেয়ার উদ্দেশে
লিখা হয়নি, যার যার আইডি যার যার

ব্লগার সজিবুল হাসান (সানি)

Comments

Popular posts from this blog

কুমিল্লার কিছু আঞ্চলিক ভাষা :

চান্দিনা উপজেলার সকল ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান সাহেব ও সচিবদের নাম এবং মোবাইল নাম্বার দেওয়া হইল।

অভিনেত্রী নিপুণ,কুমিল্লার মেয়ে।