মধু

মধু বিষয়ক একটি পুরনাঙ্গ
পোষ্টঃ না পড়লে বিশাল মিস
করবেন
মধু একটি খুব উপকারী খাদ্য, পথ্য ও
ঔষধ।জন্মের পর
নানা দাদীরা মখে মধু দেয় নাই
এমন লোক খুঁজে পাওয়া কঠিন ।
প্রাচীনকাল থেকে মানুষ প্রাকৃতিক
খাদ্য হিসেবে,মিষ্টি হিসেবে,
চিকিৎসা ও সৌন্দর্যচর্চাসহ
নানাভাবে মধুর ব্যবহার
করে আসছে। শরীরের সুস্থতায় মধুর
উপকারিতা অনেক।
আল কোরআনে আছে- আপনার
পালনকর্তা মৌমাছিকে আদেশ
দিলেন: পর্বতে, গাছে ও উঁচু
চালে বাড়ি তৈরী কর,এরপর
সর্বপ্রকার ফল থেকে খাও এবং আপন
পালনকর্তার উন্মুক্ত পথে চলো। তার
পেট থেকে বিভিন্ন রঙের পানীয়
নির্গত হয়। তাতে মানুষের জন্য
রয়েছে রোগের প্রতিকার। নিশ্চই
এতে চিন্তাশীল সম্প্রদায়ের
জন্যে নিদর্শন রয়েছে।
(সূরা নাহলের ৬৮ ও ৬৯ নম্বর
আয়াত)
এই আয়াত এটা স্পষ্ট যে মধু
আমাদের জন্য কতখানি উপকারি।

Comments

Popular posts from this blog

কুমিল্লার কিছু আঞ্চলিক ভাষা :

চান্দিনা উপজেলার সকল ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান সাহেব ও সচিবদের নাম এবং মোবাইল নাম্বার দেওয়া হইল।

অভিনেত্রী নিপুণ,কুমিল্লার মেয়ে।