ছোটবেলা কতো মজা করতাম
ছোট্ট বেলার আম চুরি করে খাওয়া। বা আষাড়ের দিনে আঝোর বৃষ্টিতে ভিজতাম কিংবা বর্ষাতে কলার ভেলা বনিয়ে ঘুরতাম অথৈই বিলে। এসব যেন কিছুই নেই । ... হারিয়ে যাচ্ছে সেই ছোট্ট বেলার বিস্তৃত সময় গুলো। অত্যাধুনিক সব ... কিন্তুু আজো মনে পড়ে সেই স্কুল পালানোর কথা কিংবা অন্যের গাছের আম, কাঁঠাল ইত্যাদি চুরি করে খাওয়ার কথা।
Comments
Post a Comment