মা

মা শব্দটি সবচেয়ে ছোট হলেও
কিন্তু এর অর্থ বিসাল বড়
মা শব্দ যতবার উচ্চারন করা হোক না কেন
মনের মাঝে কোন ক্লান্তি আসে না
যদি পৃথিবীতে কেও কারো চোখে নিস্পাপ থাকে
তাহলে শুধু তার মায়ের চোখেই নিস্পাপ থাকে
সন্তানের অন্যায়
মায়ের চোখে দড়া পড়ে না
কিন্তু আমরা প্রতিনিয়ত মায়ের অন্যাই খুজতে থাকি
এবং বউ এর কথা মতো সবসময় চলি
বৃদ্ধ কালে মাকে দিয়ে আসি বৃদ্ধাস্রমে
একবার ও কি ভেবেছি
আমরা যখন হাটতে পারতাম না কথা বলতে পারতাম না
তখন মা আমাদের কে কীভাবে আগলে রেখেছে
ক্ষিদায় মায়ের চোখে পানি এসে যাচ্ছে
কিন্তু মা সন্তানেরে না খাইয়ে
মুখে আহার নিতে পারতেছে না
সন্তান প্রস্রাব করে সারা বিছানা বিজিয়ে রেখেছে
মা সন্তান কে বুকে নিয়ে বিজা জায়গায় শুয়ে সারা রাত কাটিয়ে দিচ্ছে
রান্না ঘরে মা রান্না করতেছে
হঠাত সন্তানের চিৎকার শুনে সব কাজ ফেলে ছুটে এসেছে
সন্তানে অসুখ হলে সারা রাত নামাজের বিছানায় বসে সে আল্লাহর কাছে সন্তানের মঙ্গল কামনা করতেছে
আমরা যখন তাকে আমাদের কাছ থেকে তারিয়ে দিচ্ছি তখন ও আল্লাহর কাছে সন্তানের ভালো থাকে যাতে সেই দোয়া করতেছে
তার প্রতিদান কি বৃদ্ধাস্রম
তার প্রতিদান কি অবহেলা অবগ্যা করা
তার প্রতিদান কি খাওয়ার পরে থাকা অবসিষ্ঠ খাবার
তার প্রতিদান কি মাকে আরাদা করে দাওয়া
আজ তোমার গর্ব করা উচিত
তুমি এই হীন কাজ করার জন্য
তুমি ও তো মা হবে
তখন এর জন্য প্রস্তুত থেকে তুমি
একবার ও কি নিজের স্বামী কে বলেছো
যে মায়ের উপর এই নির্মম অত্যাচার ঠিক না
সময় থাকতে সুদ্ধে নাও তুমি
আমরা বিস্ব মা দিবসে সকল মাকে যানাতে চাই
মাগো তোমার নিজের সন্তান তোমাকে দূরে ঠেলে দিলেও আমরা তোমাকে কখনো দুরে ঠেলে দিবো না
তুমি আমার কাছে আমার স্বর্গ
তুমি আমার সব
আসুন আমরা সবাই মিলে মাকে তার ন্যাজ্য অধিকার দেই

Comments

Popular posts from this blog

কুমিল্লার কিছু আঞ্চলিক ভাষা :

চান্দিনা উপজেলার সকল ইউনিয়ন পরিষদ, চেয়ারম্যান সাহেব ও সচিবদের নাম এবং মোবাইল নাম্বার দেওয়া হইল।

কুমিল্লা শহরে অবস্থিত হাসপাতাল/ক্লিনিকের নাম ও ঠিকানা।