নিমসার বাজার,চান্দিনা,কুমিল্লা।
#হাট_বাজার
আপনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে ফূর্তি মনে হাটছেন।কিছুক্ষণ পরপর আপনার চোখে পড়ছে নষ্ট-পঁচা সবজির ছোট-খাট কয়েকটি টিলা! সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাওয়া সবজির এই দৃশ্য খুবই সাধারণ নিমসার বাজারের জন্য।
"বাংলাদেশের সবচেয়ে বড় সবজির বাজার নিমসার।" শৈশবে শোনা এই কথাটা পুরোপুরি সত্য না হলেও কোন অংশে কম নয়। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাজারটি ঢাকা ও চট্টগ্রামের সবজির চাহিদার এক বিরাট অংশ পূরণ করে।
কয়েকদশক ধরে কৃষকদের একটাই দাবি সবজি সংরক্ষণের জন্য একটি হিমাগার। অথচ এ ব্যাপারে আজো কোন উদ্যোগ দেখা যায় নি। ব্যাপারটা এরকম " যতই চিল্লা-চিল্লি কর কোন লাভ নাই।"
Comments
Post a Comment