সময়ের সাথে প্রতিনিয়ত চলছি
সময়ের সাথে প্রতিনিয়ত চলছি। চলছি তো চলছিই। কেউ থেমে নেই। কেউ জীবিকার তাগিদে, কেউ বেঁচে থাকার তাগিদে, কেউ প্রতিষ্ঠা পাবার তাগিদে, আবার কেউ অন্যকে নিয়ন্ত্রন করার তাগিদে – আমরা সংগ্রাম করেছি, করছি এবং এটাও জানি – অনন্তকাল করতে হবে। এটাই পৃথিবীর নিয়ম। জন্ম থেকে আজ অবধি পৃথিবী আমাকে এটাই শিখিয়েছে। পৃথিবী নামক এই আজব গ্রহ গহব্বরে যে একবার প্রবেশ করেছে আমৃত্যু তাকে চলতেই হবে।
কিন্তু আপাতত খুব একা ...... আর একটা কস্ট নিয়ে চলছি,
Comments
Post a Comment